Principal


রংপুর জেলার তারাগঞ্জ উপজেলাধীন তারাগঞ্জ ওয়াক্ফ এষ্টেট সরকারি কলেজটি অত্র অঞ্চলের একটি ঐতিহ্যবাহী ও শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান। ১৯৭২ খ্রিঃ থেকে অত্যন্ত সুনামের সহিত অত্র কলেজটি শিক্ষা-কার্যক্রম পরিচালিত করিয়া আসিতেছে। শিক্ষা শুধু বই পড়া নয়। শিক্ষা হলো নানা বিষয়ের জ্ঞান অর্জন| শিক্ষা তাই, যা আপনার সন্তানকে প্রকৃত মনুষ্যত্ব, জীবন ও চরিত্র গঠনে সাহায্য করবে।মানবিক গুনাবলির সম্বলিত মানুষ গঠনই শিক্ষার মূল উদ্দেশ্য। প্রকৃত মানুষ গঠনের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত হয়েছে তারাগঞ্জ ওয়াক্ফ এষ্টেট সরকারি কলেজ । আশাবাদী হবার মত উপকরন গুলো যখন একের পর এক ভেসে যাচ্ছে অবক্ষয়ের স্রোতে, ঠিক তখনি আলোকবর্তিকা হাতে উঠে দাড়িঁয়েছে এ বিদ্যাপিঠ। ভেসে যাওয়া আত্মিক পরিশুদ্ধ উপকরণগুলো সমাজে প্রতিষ্ঠিত হোক এটাই শিক্ষা প্রতিষ্ঠানের লক্ষ্য। সেই লক্ষে এবং শুধু শিক্ষাদানে নয় বরং কোমলমতি শিক্ষার্থীরা জ্ঞান ও শিল্প সংস্কৃতির চর্চার পাশাপাশি দেশাত্ববোধে উদ্বুদ্ধ হয়ে এ বিদ্যাপীঠের সাফল্য সর্বজনবিদিত হবে তাই আমার বিশ্বাস। অভিজ্ঞ শিক্ষমন্ডলীর তত্ত্বাবধানে, এক ঝাঁক তরুণ তরুণীর ঐকান্তিক প্রচেষ্টায় আজকের চারা গাছ রূপী শিক্ষার্থী আগামীতে মহীরুহ হয়ে পৃথীবিবাসীকে দান করবে সুশীতল ছায়া, জ্ঞানের কর্মে পৃথীবিকে করবে মাতোয়ারা – এটাই তারাগঞ্জ ওয়াক্ফ এষ্টেট সরকারি কলেজ এর স্বপ্ন। স্বপ্ন নিয়ে জীবন বেঁচে থাকে। তার হাত ধরেই জীবন এগিয়ে চলে সামনের পথে। যে স্বপ্ন লালন করছে তা জ্ঞানের, মননের ও মূল্যবোধর। কোন কিছুর সুষ্ঠ বিকাশ ও পরিপূর্ণতে তার পরিবেশ তাকে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে সাহায্য করে। আমি বিশ্বাস, প্রাণ প্রাচুর্যে উদ্বেল নবীন শিক্ষার্থীরা তারাগঞ্জ ওয়াক্ফ এষ্টেট সরকারি কলেজ যে বিশাল শিক্ষায়তনে জ্ঞানচর্চা সাধন করবে অভিজ্ঞ শিক্ষক মন্ডলীর সংস্পর্শে, যে পাঠ তারা গ্রহন করবে মনের অংকুরে –তাই হবে তাদের সৃজনশীল চিন্তার কিশলয়।নতুন স্বপ্ন, নতুন চিন্তা ও নতুন সাধনার মাধ্যমে। তারাগঞ্জ ওয়াক্ফ এষ্টেট সরকারি কলেজ সমাজ তথা এ দেশকে উপহার দেবে একটি সুদূর প্রসারী দৃষ্টিভঙ্গি। তারাগঞ্জ বাসী হবে গর্বিত-ইনশাআল্লাহ।

বাবু প্রেমেন্দ্র নারায়ন রায়
ভারপ্রাপ্ত অধ্যক্ষ
তারাগঞ্জ ওয়াক্ফ এষ্টেট সরকারি কলেজ
তারাগঞ্জ, রংপুর ।